বড় ছেলে তেজপ্রতাপকে দল থেকে বহিস্কার করলেন লালু প্রসাদ
২৫ মে : বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে (Tej Pratap Yadav) ৬ বছরের জন্য দল থেকে বহিস্কার করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এক্স হ্যান্ডলে পোস্ট করে লালু প্রসাদ জানিয়েছেন, নৈতিক অবক্ষয়ের কারণে তেজপ্রতাপকে আরজেডি (RJD) থেকে বহিস্কার করা হয়েছে। জানা গেছে, এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তেজপ্রতাপ। যা অনুমোদন করেননি লালু প্রসাদ যাদব ও তার পরিবার।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে লালু প্রসাদ যাদব জানিয়েছেন, ‘ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধের অবহেলা সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে তোলে। বড় ছেলের কার্যকলাপ, এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ এবং সংস্কারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অতএব, আমি তাকে দল ও পরিবার থেকে অপসারণ করছি। এখন থেকে, দল ও পরিবারে তার কোনও ভূমিকা থাকবে না। তাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি তার ব্যক্তিগত জীবনের ভালো-মন্দ এবং গুণ-অপরাধ দেখতে সক্ষম। কে তার সঙ্গে সম্পর্ক রাখবে তা তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
প্রসঙ্গত, তেজপ্রতাপ যাদব গত কয়েক বছর ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন। স্ত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা পাটনার আদালতে চলছে। এরই মধ্যে অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করে সবাইকে অবাক করে দিয়েছেন তেজপ্রতাপ। পরে যদিও সেটিকে গুজব বলে দাবি করেন তিনি। বহিষ্কারের ঘটনায় তেজস্বী যাদব বলেন, ‘আমার ক্ষেত্রে, আমি এই সব পছন্দ করি না এবং সহ্যও করি না – আমি আমার কাজ করছি – বড় ভাইয়ের ক্ষেত্রে – ব্যক্তিগত জীবন আলাদা তিনি বড় এবং তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে।