নানা কার্যসূচীতে সলগই হাইস্কুলে শিক্ষক দিবস পালন
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : সুবর্ণ জয়ন্তি বর্ষ উদযাপন উপলক্ষে বিবিধ কার্যসূচীর মধ্যে দিয়ে বাষট্টি তম শিক্ষক দিবস পালিত হল পাথারকান্দি শিক্ষা খণ্ডের ঐতিহ্যবাহী সলগই হাইস্কুলে।মঙ্গলবার শিক্ষক দিবসের পূণ্য লগ্নে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সর্বপল্লি রাধাকৃষ্ণণের অস্থায়ী প্রতিকৃতিতে।পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অতিথি বরণ করা হয়।এতে উত্তরীয় পরিয়ে ও উপহার সামগ্রী দিয়ে পড়ুয়ারা প্রথমে উপস্থিত শিক্ষক মণ্ডলীদের সংবর্ধিত করে।পরে ছাত্রছাত্রী কর্তৃক একটি ক্ষুদ্র আয়োজন স্বরূপ অতিথিদের দিয়ে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।পরবর্তী পর্যায়ে শিবেরগুল হাইস্কুলের প্রাক্তন শিক্ষক শঙ্করপ্রসাদ লোহারের পৌরহিত্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সলগই হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রামচন্দ্র রায় এদিনের এই বিশাল কার্যক্রমের তাৎপৰ্য নিয়ে বক্তব্য পেশ করেন।তিনি বলেন দেশের প্রথম উপ রাষ্ট্রপতি পরবর্তীতে রাষ্ট্রপতি দার্শনিক প্রখ্যাত শিক্ষাবিদ রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তৎসঙ্গে এদিন সকল শিক্ষা গুরুদেরকে যথাযথ ভাবে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ক্রমান্বয়ে সভায় বক্তব্য প্রদান করেন প্রাক্তন শিক্ষাবিদ মুকুল বৈদ্য সহ অন্যরা। এদিন স্কুলের শিক্ষক দিবসের অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকদের মধ্যে উপস্থিত থেকে সংবর্ধনা পান যথাক্রমে রামচন্দ্র গোয়ালা, স্বপনকুমার শুক্লবৈদ্য, কান্তা প্রসাদ যাদব, হোসেন আহমেদ,প্রধান শিক্ষক অভিজিৎ সিংহ,দিলীপ রাজকুমার,ধ্রুবকুমার সিনহা সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষয়েত্ৰী।অনুষ্টানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে নিজ স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন সহ মহান শিক্ষক দিবসের তাৎপৰ্য নিয়ে নিজ বক্তব্য উপস্থাপন করে।এদিনের অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন শিক্ষক ধ্রুব সিনহা ও শিক্ষিকা নয়না পাল।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।