শিক্ষক সংবর্ধনা লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির উদ্যোগে পাথারকান্দি বিধানসভার  হাতিখিরা নাচঘরের সভামঞ্চে শিক্ষক দিবস উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শুরুতেই উপস্থিত নেতৃত্বরা ড. সর্বপল্লি রাধাকৃষ্ণণের অস্থায়ী প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন সভার সভাপতি তথা লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভাপতি হৃষিকেশ নন্দী। তি‌নি এই মহান দিনে উপস্থিত বৃহত্তর এলাকার সকল শিক্ষক শিক্ষয়েত্ৰীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে শুরু হয় সংবর্ধনা প্রদানের পালা। এতে উপস্থিত সকল শিক্ষকদের উত্তরীয় ও শাল পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষকদের হাতে উপহার সামগ্রী তোলে দেওয়া হয়েছে।

শিক্ষক সংবর্ধনা লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির

উল্লেখ্য, এদিন বিধায়ক কৃষ্ণেন্দু পাল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি বিশেষ কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি বলে দলীয় পদাধিকারীরা জানান। তবে তিনি এই মহান দিনে প্রতিজন শিক্ষক শিক্ষয়েত্ৰীদের শুভেচ্ছা জানিয়েছেন। সংবর্ধনা সভায় লোয়াইরপোয়া ব্লক এলাকার প্রায় দুইশতাধিক শিক্ষা শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় বক্তব্য পেশ করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের ব্যক্তিগত সচিব পৃথ্বীশ দাস করিমগঞ্জ জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির প্রভারী রথীন্দ্ররঞ্জন দাস, শিক্ষক রথীন্দ্র বর্ধন, সন্দীপ বৈদ্য, আকবর আলি, আব্দুল সবুর, দয়ানন্দ চৌহান প্রমুখ। প্রত্যেক বক্তাই দার্শনিক রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ ড. সর্বপল্লি রাধাকৃষ্ণণের জীবনী নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News