শিক্ষক পার্থ চক্রবর্তী প্রয়াত

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার ব্রজেন্দ্র রোডের বাসিন্দা এবং কানিশাইল এমই স্কুলের প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী আর নেই। বুধবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন কর্কট রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

তিনি রেখে গেছেন স্ত্রী মিষ্টু ভট্টাচার্য, (কালীগঞ্জ ডায়েটের সিনিয়র প্রবাসিকা) এবং একমাত্র কন্যা দশম শ্রেণির ছাত্রী পামি চক্রবর্তী।শিক্ষাক্ষেত্রে অত্যন্ত নিষ্ঠাবান এবং দায়িত্বশীল শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন পার্থ চক্রবর্তী। ১৯৯৭ সালে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে টানা ৩২ বছর শিক্ষকতা করেন। বুধবার রাতেই পার্থ চক্রবর্তীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

বৃহস্পতিবার কানিশাইল-শরীফনগর ক্লাস্টারের সমস্ত স্কুলে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং স্কুল কমিটির সদস্যরা একত্রে প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা করেন।

শিক্ষক পার্থ চক্রবর্তী প্রয়াত
শিক্ষক পার্থ চক্রবর্তী প্রয়াত

Author

Spread the News