প্রধান শিক্ষককে মারপিট : অভিযুক্ত মহিলার শাস্তির দাবিতে সড়ক অবরোধ
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি এলাকার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাসকে মারপিট ঘটনায় অভিযুক্ত মহিলার কঠোর শাস্তির দাবিতে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের এসএমসি কমিটির পক্ষ থেকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয় এবং অভিযুক্ত মহিলাকে বিদ্যালয়ে আনা হয়। তবে এ খবর জানতে পেরে শিক্ষার্থীরা জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে এবিভিপির সদস্যরা এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা হস্তক্ষেপ করেন। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অভিযুক্ত সুমিতা বর্ধনের যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের পরে কিছু শিক্ষার্থীকে বিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়ায় এক ছাত্রীর মা সুমিতা বর্ধন প্রধান শিক্ষককে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর বিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ছাত্ররাও প্রতিবাদে যোগ দেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যায়।

