হাইটেনশন বিদ্যুতের তারে তাজিয়া, বিদ্যুৎস্পৃষ্ট ২৪
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : ১১ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তারে তাজিয়া লেগে যাওয়ায় ঘটল বড়সড়ো বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন তাজিয়ার মিছিলে থাকা ২৪ জন। বুধবার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারের আরারিয়ার নেপাল সীমান্তের পলাশী ব্লকের পিঁপড়া বিজয়ওয়ারা গ্রামে। এই ঘটনায় মৃত্যুর ঘটনা না ঘটলেও গুরুতর জখম অবস্থায় আহতদের চিকিৎসা চলছে পলাশী হাসপাতাল ও পূর্ণিয়া মেডিকেল কলেজে।
জানা গিয়েছে, এদিন বেলা দুটো নাগাদ মহরম উপলক্ষ্যে তাজিয়া বের হয় আরারিয়ার নেপাল সীমান্তের পলাশী ব্লকের পিঁপড়া বিজয়ওয়ারা গ্রামে। সেই সময়ই বিপত্তি ঘটে। তাজিয়া ১১ হাজার ভোল্টের সংস্পর্শে এসে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন তাজিয়ার মিছিলে থাকা ২৪ জন। গুরুতর জখম অবস্থায় তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় পলাশী হাসপাতালে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের স্থানান্তরিত করা হয় পূর্ণিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আরারিয়ার মহকুমা শাসক অনিকেত কুমার জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের চিকিৎসা চলছে পলাশী ও পূর্ণিয়া মেডিকেল কলেজে। তাঁদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
এবারই প্রথম নয়, এর আগেও বিহারের এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেকারণে মঙ্গলবারই সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুপুর একটা থেকে তাজিয়ার মিছিল শেষ না হওয়া পর্যন্ত বিহারজুড়ে বিচ্ছিন্ন থাকবে বিদ্যুৎ সংযোগ। এই সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও পলাশী এলাকায় কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন