মেঘালয়ের বহু গাড়ি অসমে প্রবেশে বাধা ট্যাক্সি সংগঠনের, উত্তপ্ত
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : যোরাবাটে মেঘালয়ের বহু গাড়ি অসমে প্রবেশে বাধা দিল অসম ট্যুরিস্ট ট্যাক্সি সংগঠন। গুয়াহাটি ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয় মেঘালয়ের ট্যাক্সিগুলোকে।
অসমের পর্যটকবাহী গাড়িকে মেঘালয়ে বাধা দেওয়ার প্রতিবাদে যোরাবাটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তাই বৃহস্পতিবার অসমের চালকরাও মেঘালয়ের বাণিজ্যিক গাড়িগুলিকে প্রবেশে বাধা দেয়। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর মেঘালয় ট্যাক্সি চালক সংগঠন অসমের ট্যাক্সিগুলিকে মেঘালয়ের পর্যটনস্থলে প্রবেশে বাধা দিয়েছিল।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুরোপুরি সফল হতে পারেনি। এক অসম ট্যাক্সি চালক বলেন, মেঘালয় ট্যাক্সি চালকদের অন্যায় আচরণ আর সহ্য করা হবে না।
অসম ট্যুরিস্ট ট্যাক্সি চালক সংগঠনের দাবি, “যতদিন মেঘালয় সরকার কোনও পদক্ষেপ না নেবে, ততদিন এই আন্দোলন চলবে। আমাদের ৩ বছর ধরে হয়রানি করা হচ্ছে। কখন কোন্ চালক কোথায় মার খাচ্ছে তার হিসাবই নেই।”
উল্লেখ্য, এর আগেও বহুবার মেঘালয় ট্যাক্সি সংগঠনের সঙ্গে সংঘাতে জড়াতে হয়েছে। আজকের এই প্রতিবাদের মধ্য দিয়ে আসামের ট্যাক্সি চালকরা স্থায়ী সমাধান দাবি করেছেন। তাদের কথায়, “আমরা যদি যেতে না পারি, তবে তারাও অসমে ঢুকতে পারবে না।”