তারাপুরে রেলে কাটা পড়ে মৃত্যু অপরিচিত যুবকের
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : শিলচর তারাপুর রেল গেটে কাঁটা পড়ল এক যুবক। দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার। তারাপুর রেলগেট এলাকায় কাটা পড়ে অনুমানিক বছর ত্রিশের যুবকের মৃত্যু হয়।
সূত্রে জানা যায়, দুল্লভছড়া থেকে শিলচর আসছিল যে ট্রেনটি। সেই ট্রেনের নিচে পড়ে গেলে যুবকের দেহ দু’টুকরো হয়ে যায়। খবর পেয়ে আরপিএফ ঘটনাগুলো পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পুরো ঘটনাটি আত্মহত্যার ঘটনা। তবে এ পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।