অবনমন ইটখলা স্পোর্টিং ক্লাবের, সুপারের পঞ্চমে তারাপুর

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রফুল্ল চন্দ্র বণিক স্মৃতি সুপার ডিভিশন ফুটবল লিগ থেকে অবনমন ঘটল ইটখলা স্পোর্টিং ক্লাবের। লিগ পর্বের অন্তিম ম্যাচটি কার্যত বটম ম্যাচ ছিল। যে হারবে তার অবনমন নিশ্চিত। আর রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে ম্যাচে বড় জয় তুলে নিল তারাপুর অ্যাথলেটিক ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ৫-০ গেলে হারাল ইটখলা স্পোর্টিং ক্লাবকে। এর ফলে পঞ্চম স্থান নিয়ে সুপার ডিভিশনে থেকে গেল তারাপুর। তবে তারা আর চ্যাম্পিয়নশিপের দৌড়ে নেই। কারণ, চ্যাম্পিয়ন ঠিক হবে সুপার ফোর পর্বের পর। সুপার ফোর শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।
গ্রুপ পর্বে পাঁচটি করে ম্যাচ খেলে এ পর্যন্ত পয়েন্ট পেয়েছে- অরুণাচল এসএস চারটি জয় নিয়ে ১২,  ইন্ডিয়া ক্লাব চারটি জয় নিয়ে ১২, শিলচর স্পোর্টিং তিন জয়, এক ড্র-তে ১০, টাউন ক্লাব এক জয় ও দুই ড্রয়ে ৫, ইটখলা স্পোর্টিং কোনও পয়েন্ট পায়নি।

রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে তারাপুরের ফরোয়ার্ড এল সূরজ সিং একটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্টও করেন। ১৭ মিনিটে তারাপুরের প্রথম গোলটি করেন মিডফিল্ডার হেম্বা সিং। এই গোলে পাস বাড়ান সুরজ। ২০ মিনিটে সুরজেরই মাইনাস থেকে স্কোর করেন লালরেমকুং মার। ৪৭ সুরজ নিজের গোলটি করেন। ৭৮ মিনিটে আবারও সতীর্থকে পাস বাড়ান সুরজ। গোল করেন পরিবর্ত মুন্না মুড়া। স্টপেজ টাইমে ইমানুয়েল মালসাওলিয়েন ইটখলার জালে বিদায়ী গোলটি করেন।

এদিন শেষ ১৯ মিনিট দশজনে খেলেছে ইটখলা স্পোর্টিং। ৭১ মিনিটে তাদের গোলরক্ষক তাইজুল ইসলাম লালকার্ড দেখেন। সুরজকে ফাউল করায় তাঁকে মার্চিং অর্ডার দেন রেফারি আব্দুল মাজিদ চৌধুরী। ম্যাচ সেরা সুরজের হাতে পুরস্কার ও এক হাজার টাকা প্রাইজমানি তুলে দেন প্রাক্তন খেলোয়াড় কীর্ত সুরিন এবং লালাবাজারের ব্যবসায়ী শান্তি পাল। সুপার ডিভিশনে সোমবার ম্যাচ নেই। মঙ্গলবার শুরু হবে সুপার ফোর। এই পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হবে অরুণাচল এসএস এবং শিলচর স্পোর্টিং ক্লাব। অবশ্য সুপার ফোর রাউন্ড সম্পূর্ণ নতুন খেলা হিসেবে বিবেচিত হবে।

অবনমন ইটখলা স্পোর্টিং ক্লাবের, সুপারের পঞ্চমে তারাপুর
অবনমন ইটখলা স্পোর্টিং ক্লাবের, সুপারের পঞ্চমে তারাপুর

Author

Spread the News