টান্টুর উরুস ৮ ফেব্রুয়ারি, চলছে জোরদার প্রস্তুতি
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : লালার ঐতিহ্যবাহী টান্টুর বার্ষিক উরুস মহফিল আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বার্ষিক উরুস মহফিলকে সফল করে তুলতে জোরদার প্রস্তুতি শুরু চলছে। টান্টুর ঐতিহ্যবাহী প্রখ্যাত পীর শাহ সুফি আল্লামা আব্দুল আজিজ চৌধুরীর ৪০তম ও পীরে তরিকত শাহ সুফি আতাউর রহমান চৌধুরীর চতুর্থ ইছালে সওয়াব মহফিল উপলক্ষে ইসলামি আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টান্টুর পীরের মাজার প্রাঙ্গণে খোলা ময়দানে অনুষ্ঠিত হবে ইছালে সওয়াব তথা উরুস মহফিল। দিনব্যাপী কর্মসূচিতে বরাক উপত্যকা সহ দেশ-বিদেশের প্রখ্যাত উলেমা সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। এই মহফিলকে সর্বাত্মক সফল করে তুলতে পীরজাদা মওলানা আব্দুল বাসিত চৌধুরী সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। ইতিমধ্যে এই জলসার প্যান্ডেলের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।