এজেএস গ্রেড ওয়ান পেলেন শিলচরের তাজনারা
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : শিলচরের মেয়ে ড. তাজনারা খান গৌহাটি হাইকোর্ট পরিচালিত অসম জুডিশিয়াল সার্ভিসের গ্রেড ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরাকের মুখ উজ্জ্বল করেছেন। গৌহাটি হাইকোর্টের জুডিশিয়াল পরীক্ষার সম্প্রতি ঘোষিত ফলাফলে শিলচরের চামড়া গুদাম এলাকায় বড় হওয়া ড. তাজনারাকে অসম জুডিশিয়াল সার্ভিসের গ্রেড ওয়ানের জন্য মনোনীত করা হয়। ফলে তিনি রাজ্যের জুডিশিয়াল সার্ভিসে জেলার এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ এর পদমর্যাদায় সরাসরি নিযুক্তি পাবেন। তাজনারার এই সাফল্যে বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। তাজনারার স্বামী অসম জুডিশিয়াল সার্ভিসের আধিকারিক আব্দুল কাদের বর্তমানে চেরাঙ জেলার বিজনিতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি শিলচরের চামড়া গুদাম এলাকার প্রয়াত নিসার আহমেদ খান ও প্রয়াতা রহিমা বিবির তিন মেয়ের মধ্যে দ্বিতীয় মেয়ে। তাজনারা গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে “শিশু পাচার মানবতা বিরোধী এক অপরাধ” বিষয়ে আইনের উপর ডক্টরেট ডিগ্রি নেন। এর আগে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকেই আইনে স্নাতকোত্তর এলএলএম ডিগ্রি নেন তিনি। শিলচর জিসি কলেজের স্নাতক তাজনারা ২০০৫ সালে শিলচর কোর্টের আইনজীবীদের বার সংস্থায় যোগ দেন।