ঠাকুর অনুকুল চ‌ন্দ্রের জন্ম ম‌হোৎস‌ব শুরু বাজা‌রিছড়ায়

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহামহোৎসব পালন উপলক্ষে বাজারিছড়া সৎসঙ্গ উপাসনা কেন্দ্রে দু’দিন ব্যাপী বি‌বিধ মাঙ্গলিক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার প্রথম দিনের অন‌ষ্ঠিা‌নে দুপুর দু’টায় মাতৃসম্মেলনের মাধ্যমে এই মহতি উৎসবের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় ঠাকুরের গুণগান কীর্তন।

ঠাকুর অনুকুল চ‌ন্দ্রের জন্ম ম‌হোৎস‌ব শুরু বাজা‌রিছড়ায়

এদিন বিকাল তিন টায় ঠাকুর সহ বড়দা ও বড়মার প্রতিকৃতি নিয়ে স্থানীয় সৎসঙ্গ কেন্দ্র থেকে এক সুসজ্জিত শোভাযাত্রা বের হয়। এতে প্রায় অগু‌ণিত ভক্ত অংশ গ্রহন ক‌রেন। এই বর্ণাঢ্য র‍্যালিটি বাজারিছড়া এলাকার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ফের অনুষ্ঠান স্থলে পৌঁছে সমাপ্ত হয়। বিকেল পাঁচটা নয় মিনিট নাগাদ অনুষ্ঠিত হয় সমেবেত বিনতি প্রার্থনা সহ নামজপ ও শ্রীশ্রী ঠাকুরের সদগ্রন্থাদি পাঠ। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদীপ প্রজ্বলনের পাশাপা‌শি সাত টায় সাংস্কৃতিক সন্ধ্যার শুভারম্ব হয়।এতে সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের সনামধন্য বাউল শিল্পী সুবর্ণা শীল।

ঠাকুর অনুকুল চ‌ন্দ্রের জন্ম ম‌হোৎস‌ব শুরু বাজা‌রিছড়ায়

আগামীকাল শনিবার অনুরূপ ভাবে ব্রহ্ম মুহুর্তে বেদ মাঙ্গলিক ও নহবৎ শেষে প্রত্যুষে ঊষা কীর্তন এবং নগর পরিক্রমা করা হবে। পরে নির্ধারিত সময়ে সমবেত বিনতি প্রার্থনা নামজপ ও ঠাকুরের সদগ্রন্থাদি পাঠ।দুপুর বারোটায় আনন্দবাজার মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানের সূচি অনুযায়ী সঙ্গীতাঞ্জলী ও দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে ধর্মসভা।বিকাল পাঁচটা নয় মিনিটে সমবেত বিনতি প্রার্থনা হবে। সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দু:দিন ব্যাপী অনুষ্ঠিত এই মহোৎসবের পরিসমাপ্তি হবে। এতে অনুষ্ঠান উপভোগ সহ আনন্দবাজারের মহাপ্রসাদ গ্ৰহণ করতে বৃহত্তর পাথারকান্দি এলাকার সকল ধর্মপ্রাণ সনাতনী লোকদের উপস্থিতি কামনা ক‌রে‌ছেন বাজারিছড়া সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের কার্যকর্তারা।

Author

Spread the News