অবসর নিলেন স্বর্ণলক্ষ্মী স্কুলের শিক্ষক মঈন উদ্দিন

বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : শিক্ষকতা অবসর নিলেন স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক মঈন উদ্দিন বড়ভূইয়া। টানা ২৪ বছর শিক্ষকতা করে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন তিনি। ১৯৮৮ সালে সাতকরাকান্দি হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০১ সালে সেখান থেকে বদলি হন স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলে। এরপর সেস্কুলে একটানা ২৪ বছর শিক্ষকতা করেন। কর্মজীবনের শেষ দিন মঙ্গলবার তাঁকে বিদায় সংবর্ধনা জানাল স্কুল কর্তৃপক্ষ। এক অনুষ্ঠানে তাঁর হাতে বিদায়ী স্মারক তুলে দেন অধ্যক্ষ গীতাশ্রী দাস। উপস্থিত ছিলেন স্বপন নাথ, তপশ্রী নাথ, হরিপ্রিয়া সিংহ, কল্যাণ নাথ প্রমুখ।

অবসর নিলেন স্বর্ণলক্ষ্মী স্কুলের শিক্ষক মঈন উদ্দিন

শিক্ষকতায় থাকাকালীন বিভাগীয় অনুমোদনে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার ছাত্র হিসেবে ইংরেজি ভাষা শিক্ষায় পোস্ট গ্রাজুয়েশন করেন। এছাড়াও হায়দরাবাদের সেন্ট্রাল ইন্সটিটিউট অব ইংলিশ অ্যান্ড ফরেন ল্যানগুয়েজ থেকে ইংরেজি ভাষা শিক্ষার উপর প্রশিক্ষন নিয়ে এসে আবার শিক্ষকতায় যোগদান করেন। তিনি শিলচর গুরুচরণ কলেজ থেকে ১৯৮৫ সালে বিএ পাস করার পর সোনাই হলি লাইট বেসরকারি স্কুলের প্রধান হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

অবসর নিলেন স্বর্ণলক্ষ্মী স্কুলের শিক্ষক মঈন উদ্দিন

Author

Spread the News