স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির চিকিৎসা শিবির

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : ইটখলা স্বামীজি লেনের স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল বিনামূল্যে চিকিৎসা শিবির। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরটি অনুষ্ঠিত হয় প্রয়াত আইনজীবী তথা সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মণিদীপা (রৌজি) চক্রবর্তীর নিজ বাসভবনে। জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। ক্যাম্পে অংশগ্রহণকারীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ মাপা, দীর্ঘমেয়াদী রোগ নির্ণয় ইত্যাদি পরিষেবার পাশাপাশি উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সোসাইটির মুখ্য উপদেষ্টা তথা জল সিঞ্চন বিভাগের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার দীপক গোস্বামী বলেন, স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির জন্ম ২০০৫ সালে। বিগত ২০ বছর ধরে এই সংগঠন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। তিনি আরও জানান, সোসাইটির মূল কার্যক্রমগুলির মধ্যে রয়েছে নারী ও শিশুর উপর অত্যাচার প্রতিরোধ, মোবাইল টাওয়ারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, খেলাধুলার প্রসার এবং সামাজিক কুসংস্কার প্রতিরোধ। তিনি আশা প্রকাশ করেন, এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে এলাকার মানুষ যথেষ্টভাবে উপকৃত হবেন।

এদিন উপস্থিত ছিলেন সোসাইটির সভানেত্রী পূরবী চক্রবর্তী, সাধারণ সম্পাদক মণিরূপা চক্রবর্তী, কোষাধ্যক্ষ সৌম্যদীপ ভট্টাচার্য, সহ-সভানেত্রী সুনিতা তেওয়ারি, কার্যনির্বাহী সদস্যা পূরবী পাল, রাজদীপ গোস্বামী সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Spread the News
error: Content is protected !!