সেবা মূলক মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান স্বামী প্রভাসানন্দজির
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : দুর্গাপূজা উপলক্ষে করিমগঞ্জ স্টিমারঘাট রোডের ভৈরব বাড়ি মন্দিরে “খুশি স্মৃতি সংস্থা’ বস্ত্র বিতরণ করল। বুধবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী প্রভাসানন্দজি। তিনি বক্তব্যে বলেন, দান নয়, সেবা মূলক মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। দান করার ক্ষমতা কারও নেই যদি দরিদ্র নারায়ণরা না নেন। তাইতো স্বামী বিবেকানন্দ মানব সেবার চিন্তা ধারা নিয়ে মিশনের সূচনা করেন সেই ধারা মিশন ছাড়া নানা সংগঠন অব্যাহত রেখেছে বলে তিনি তার নিজের অভিমত ব্যাক্ত করে।
খুশি স্মৃতি সংস্থা’ বস্ত্র বিতরণ___
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অরুণাচল রামকৃষ্ণ মিশন নরোত্তম নগরের স্বামী ইন্দ্রনাথানন্দজি মহারাজ, করিমগঞ্জ রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ড. তনুশ্রী ঘোষ, খুশী স্মৃতি সংস্থার পক্ষে শিল্পী চক্রবর্তী, সুদীপ দাস, বাপন নমশূদ্র, বিভাসচন্দ দাস, পার্থ দাস,নশুভঙ্কর মালাকার, প্রিয়ঙ্কা নাথ ও সুস্মিতা চক্রবর্তী। এদিকে অনুষ্ঠের অতিথি দুই মহারাজকে বরণ করেন মন্দিরের পুজারি কল্লল ভট্টাচার্য। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অরূপ রায়।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।