যুব প্রজন্মকে সুশিক্ষা গ্রহণ করতে আহ্বান স্বামী জ্ঞানালোকনান্দজির
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতিত অনুষ্ঠিত যুব সম্মেলনে ব্যাপক সাড়া পড়ে। মূলত যুব সমাজকে উদ্বুদ্ধ করতে বৃহস্পতিবার হাইলাকান্দি শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বামীজীর জীবন ও আদর্শ নিয়ে কলকাতার স্বামীজির পৈতৃক বাড়ির সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ তাঁর বক্তব্যে উপস্থিত ছাত্রছাত্রীদের এক সুন্দর জীবন যাপনের পথ বাতলে দেন বিভিন্ন উদাহরণের মাধ্যমে। পাশাপাশি তিনি মহাকাশে ভারতের চন্দ্রযান ৩ এর সফল অভিযানের কথা ও তুলে ধরেন।
এছাড়া ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গীতা, উপনিষদ সবকিছুর উপর আলোকপাত করে করে মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দের মতে, শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর মধ্যে সু-অভ্যাস গড়ে তােলা, শিক্ষার্থীর চরিত্রগঠনে সহায়তা করা, শিক্ষার্থীর মধ্যে শ্রদ্ধার ভাব জাগিয়ে তােলা, শিক্ষার্থীর মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের সমাজসেবায় উদ্বুদ্ধ করা। এছাড়াও এদিন ডিব্রুগড় রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বেদসারানন্দজিও বক্তব্য বলেন, ভারতভূমিকে বিভিন্ন কালে যে মনিষীরা সমৃদ্ধ করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ। শিক্ষা, দর্শন, ধর্ম, চরিত্র গঠন ও নানা বিষয়ে স্বামী বিবেকানন্দ আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন। তাঁর বলা প্রতিটি কথা এখনও নিজের প্রাসঙ্গিকতা হারায়নি। তাঁর প্রতিটি বক্তব্যের প্রধান উদ্দেশ্যই হল মানুষের চরিত্রের সঠিক গঠন।
যুব সম্মেলনে হাইলাকান্দির বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ও ছাত্রীরা স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা ও প্রশ্নত্তোর পর্বের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেণ্ডারী স্কুলের এম ডি ড. অভিজিৎ মিত্র।
এর এদিন সকাল সাড়ে ১০টায় বৈদিক শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন হাইলাকান্দি শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি প্রেমাংশু শেখর পাল।
এছাড়াও তীর্থংকর চক্রবর্তী স্বামী বিবেকানন্দের রচনাবলী থেকে নির্দিষ্ট কিছু অংশ পাঠ করেন। স্বামীজির গান পরিবেশন করেন মিসমি চক্রবর্তী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন হাইলাকান্দি শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির সম্পাদক রত্নদীপ ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তীর্থংকর চক্রবর্তী।
এদিকে, আগামী রবিবার শ্রীরামকৃষ্ণ সেবা সমিতিতে ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ভক্তদের উপস্থিতি কামনা করেছেন সেবা সমিতির সভাপতি প্রেমাংশু শেখর পাল।