বিলাসীপাড়ায় সন্দেহভাজন জেহাদি গ্রেফতার
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : ধুবড়ির বিলাসিপাড়ায় অভিযান চালিয়ে একজন সন্দেহভাজন জেহাদি ব্যক্তিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার অতীতে বিলাসীপাড়া সহ ধুবড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে এসটিএফ।
ধৃত ব্যক্তি বিলাসীপাড়ার চিনামারি গ্রামের ২৮ বছর বয়সী আজিব আলি। পেশায় কম্পিউটারের দোকানী। আজিবরের বিরুদ্ধে জেহাদিদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে।
এ দিন আজিবকে গ্রেফতার করে সোজা গুয়াহাটিতে নিয়ে যায় এসটিএফ। গুয়াহাটিতে এসটিএফ সদর দফতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য়, এসটিএফ অতীতে বিলাসিপাড়া এবং কোকরাঝাড় থেকে জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

