নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা

১২ সেপ্টেম্বর : নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাত সোয়া নয়টা নাগাদ রাষ্ট্রপতির সরকারি বাসভবন শীতল নিবাসে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন সুশীলা।

তিনিই হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ সহ জেন জি আন্দোলনের কোর কমিটির সদস্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে গত সোমবার নেপালে শুরু হয় ছাত্র-যুবদের আন্দোলন। ওই আন্দোলন জেন জি হিসাবেই পরিচিত। শুরু থেকেই হিংসাত্মক হয়ে দাঁড়ায় আন্দোলন। দেশের সংসদ ভবন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়-বিক্ষোভকারীদের তাণ্ডবের হাত থেকে রেহাই মেলেনি কিছুর। শুধু তাই নয় একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি নারকীয় তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা।

ওই বিক্ষোভের জেরে গত মঙ্গলবার দুপুরেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কেপি শর্মা ওলি। তবে তাতেই শান্ত হননি আন্দোলনকারীরা। জ্যান্ত পুড়িয়ে মারেন প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রীকে। টানা ৪৮ ঘন্টার বেশি সময় ধরে দেশজুড়ে ধ্বংসলীলা চালায় জেন জি’রা। তাতে ২০ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত বিক্ষোভে ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে দায়িত্ব নেয় সেনাবাহিনী।

Spread the News
error: Content is protected !!