অনূর্ধ্ব ১৬ স্কুল ক্রিকেটের আনুষ্ঠানিক উদ্বোধন, জয়ী বিদ্যাপীঠ, সূর্যকুমার
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে শুরু হল নিউ অক্সফোর্ড স্কুল অনূর্ধ্ব ১৬ আন্তঃবিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ সহ প্রথম দিনের দুটি খেলায় জিতল এসসি দেব বিদ্যাপিঠ এবং সূর্য কুমার এইচএস। বিদ্যাপীঠ ৫৪ রানে হারিয়েছে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলকে। ইন্ডিয়া ক্লাব মাঠে টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধরচাঁদ। বিদ্যাপিঠ ব্যাটিংয়ে নেমে ২৪.৫ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৪ রান। দিদারের ঝড়ো (৬৮) অর্ধ শতরান সহ বিমল দাস (২২) ও শিবা দুষাদ (১৬) ও দীপ বিশ্বাস (১৬) রান করেন। বিপক্ষের ঈশান সরকার ১৮ রান দিয়ে পান ৩ উইকেট।

জবাবে অধরচাঁদ ২৫ ওভার খেলে ৯ উইকেটে ১২০ রান করেছে। অভিক রায় (২৬), সাগর শীল (১৮) এবং দেবরাজ দাস (১৬) রান করেন। বিদ্যাপিঠের দীপ বিশ্বাস ও সৌরভ দাস দুটি করে উইকেট পেয়েছেন।
দিনের অন্য ম্যাচে সূর্য কুমার এইচএস ৪ উইকেটে হারিয়েছে সেন্ট থমাস হাই স্কুলকে। প্রথম ইনিংসে সেন্ট থমাস করে ৬০ রান। জবাবে সূর্য কুমার ৮.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ম্যাচ জিতে নেয়।