গণতন্ত্র রক্ষার স্বার্থে কংগ্রেসের হাত মজবুত করার আহ্বান সূর্যকান্তের

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : ভারতের গণতন্ত্র রক্ষার স্বার্থে কংগ্রেসের হাত মজবুত করার আহ্বান জানালেন শিলচর লোকসভা আসনের দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকার। মঙ্গলবার সন্ধ্যায় উধারবন্দ বাজারে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান  তিনি। বলেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। আর এজন্যই শিলচর সহ অসমের অন্যান্য আসনে কংগ্রেসের প্রার্থীদের জয়ী করতে হবে। উধারবন্দ মণ্ডল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত সভায় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দলীয় নেতা ও কর্মীরা অনেক আশা নিয়ে হাইকমান্ডের কাছে প্রার্থী করার জন্য আমার নাম সুপারিশ করেছিলেন। আর শীর্ষ নেতৃত্ব কর্মীদের সম্মান জানাতে আমাকে শিলচরের মতো মর্যাদাপূর্ণ আসনে প্রার্থী করেছে। এখন আপনাদের আশীর্বাদ কামনা করছি যাতে নির্বাচিত হয়ে শিলচর লোকসভা কেন্দ্রের মানুষের সেবা করতে পারি।

সূর্যকান্ত বলেন, দলের নেতা রাহুল গান্ধী মানুষকে ন্যায় পাইয়ে দিতে লড়াই করে যাচ্ছেন। এতে আমরা সবাই শামিল হতে চাই। তারজন্য অন্যান্য স্থানের সঙ্গে শিলচর আসনেও কংগ্রেসকে জয়ী করাতে হবে, বলেন দলীয় প্রার্থী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, শিলচরের বিজেপি প্রার্থী এতো বছর মন্ত্রী থেকেও বরাকের জন্য তেমন কিছু করতে পারেননি।  ধর্মনিরপেক্ষ ভারতে সাম্প্রদায়িক শক্তি দিয়ে গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। তাই এবার গণতন্ত্র রক্ষার নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান অভিজিৎ। জেলা সভাপতি এও বলেন, মুখ্যমন্ত্রী নিজের দলের নেতাদের উপর ভরসা করতে পারছেন না। তাই কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়কদের বিভিন্ন দ্বায়িত্ব দিচ্ছেন। অথচ যেসব বিজেপি কর্মী দীর্ঘ বছর থেকে দলীয় পতাকা হাতে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তাঁদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। অভিজিৎ আজ বক্তব্যের বেশিরভাগ সময়েই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় বলেন, উধারবন্দে দল শক্তিশালী রয়েছে। ভোট গণনার পর তা প্রমাণিত হবে। যারা দল ছেড়েছেন তাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

গণতন্ত্র রক্ষার স্বার্থে কংগ্রেসের হাত মজবুত করার আহ্বান সূর্যকান্তের

এছাড়াও বক্তব্য রাখেন দুই জেলা কংগ্রেস সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য ও দিব্যজোতি বড়ুয়া, এসসি মোর্চার চেয়ারম্যান কানাই রবিদাস, মাইনোরিটি মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, মহিলা কংগ্রেস সভানেত্রী বিধুরানী সিংহ ,ব্লক কংগ্রেস সহ সভাপতি ললিত গোয়ালা, প্রাক্তন শিক্ষক আকমল আলি সহ অন্যান্য নেতারা। সবাই আসন্ন লোকসভা নির্বাচনে   কং প্রার্থীকে জয়ী করার অঙ্গীকার নিয়েছেন। শুরুতে বেশ কয়েকজন মহিলা নেত্রীর হাতে বিভিন্ন পদের নিযুক্তি পত্র তুলে দেন উপস্থিত নেতারা। এ দিনের সভায় বাবুল কর্মকারকে শালগঙ্গা মণ্ডল কংগ্রেস সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সহ সভাপতি সুদীপ ধর, সাধারণ সম্পাদক নুরুল হক লস্কর, আব্দুল হক লস্কর সহ অন্যান্য মন্ডল কংগ্রেস সভাপতিরা।

Author

Spread the News