৪০ হাজার ভোটে জয়ী হবেন সূ্র্যকান্ত : অভিজিৎ

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার ৪০ হাজার ভোটে জয়ী হবেন। এমনটাই দাবি জেলা সভাপতি অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, এবার কংগ্রেসর প্রার্থী সূর্য কান্ত সরকার ৪০ হাজার ভোটে জয়ী হবেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের দিনে জানানো হয়েছে সন্ধ্যা পাঁচ টায় ভোট কাস্টিং হয়েছে ৬৫ শতাংশ এবং রাত দশ টায় বলা হয়েছে যে ৭৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে সেটা কি ভাবে হলো কারণ জানতে চান নির্বাচন কমিশনের কাছে।

এ বিষয় নিয়ে রিটানিং অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন এবং শিলচরের ১১ টি ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফোটেজ দেখাবার জন্য রিটানিং অফিসারের কাছে আবেদন করেছেন। অভিজিৎ পাল বলেন, নির্বাচনের দিনে বিহাড়ার বাবুর বাজারে সামনে কংগ্রের অফিস ভেঙ্গে দিয়েছে বিজেপি কর্মীরা এই বিষয়ে নিয়ে বিজেপি সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানান। এবং অমিত শার রোড শোর আগে শিলচরে প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টে অমিত শাহ পোস্টার লাগানো হয়েছে এই বিষয়ে প্রশাসন কোনও ধরণের বিহিত পদক্ষেপ নেয়নি এবং অনেক সেন্টারে পরিচয়পত্র ছাড়া ভোট দিয়েছে ভোটরা এটা কি ভাবে সম্ভব হলো তা নির্বাচন কমিশনের কাছে জবাব চাইলেন অভিজিৎ পাল।
এ দিন অভিজিৎ পাল ও সূর্যকান্ত সরকার এবার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার জন্য প্রশাসন ও জনগণকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সঞ্জীব রায়, রনজিত দেবনাথ, অর্ঘ্যদীপ রায় চৌধুরী, সূর্যকান্ত সরকার সহ কংগ্রেস কর্মীরা।

Author

Spread the News