কদমতলায় দুই যুবককে গণপিটুনি, অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আগরগাছ বিক্রির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে দুই যুবককে বাইক চুরির অভিযোগে নৃশংসভাবে মারধর করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে আহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা কদমতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। অভিযোগ, উত্তর হুরুয়া ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালিক আগর ব্যবসার কথা বলে উত্তর ফুলবাড়ি গ্রামের ফজল আহমেদ এবং অসমের কাঁঠালতলীর বাসিন্দা জুবায়ির আহমেদকে হুরুয়া গ্রামে ডেকে নিয়ে যায়। কিন্তু তাঁরা সেখানে পৌঁছনো মাত্রই পরিস্থিতি বদলে যায়। এলাকার কিছু যুবক আচমকা তাঁদের উপর চড়াও হয় এবং বাইক চুরির অভিযোগে বেধড়ক মারধর শুরু করে। এই ঘটনায় দুই যুবকই গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে ফুলবাড়ি এলাকা থেকে তাঁদের পরিচিত ২০-২৫ জন যুবক ঘটনাস্থলে ছুটে আসেন এবং কদমতলা থানার পুলিশকে খবর দেন। খবর পেয়েই কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে উদ্ধার করে কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং মূল অভিযুক্ত আব্দুল মালিককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকালে আহতদের পরিবার ও এলাকাবাসী কদমতলা থানার সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা থানার চত্বর ছেড়ে যাবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র কদমতলা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Spread the News
error: Content is protected !!