জনসংযোগ রক্ষা করে চলেছেন সুরেন্দ্র প্রসাদ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : ’২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ রক্ষা করে চলেছেন উধারবন্দের বিজেপি নেতা সুরেন্দ্র প্রসাদ সিং। এবার তিনি দলীয় টিকিট চাইবেন। ইতিমধ্যে তাঁর সমর্থকরা দলীয় টিকিট প্রদানের দাবি তুলেন। সুরেন্দ্র সিং বলেন, উধারবন্দের জনগণ কংগ্রেস আমলে যে ভাবে ভোট দিয়েছিলেন কিন্তু তার দুর্ভাগ্য বিজয়ী হতে পারেননি। তাই এবার টিকিট পেলে জয় নিশ্চিত বলে জানিয়েছেন। সুরেন্দ্র প্রসাদ সিং উধারবন্দ বিধানসভা কেন্দ্রে ঘরে ঘরে যোগাযোগ স্থাপন রেখে কাজ করছেন ও মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন।