মণিপুরে আদালত পদক্ষেপ করতে বাধ্য হবে : সুপ্রিম কোর্টের বিচারপতি

২০ জুলাই : মণিপুরের ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। দুই মহিলাকে বিবস্ত্র করে যেভাবে প্রকাশ্যে নিয়ে আসার ভিডিও ভাইরাল তাতে শিউড়ে উঠছে গোটা দেশ। ৭৮ দিনের পর নীরবতা ভেঙেছেন নরেন্দ্র মোদি।  কেন্দ্র এবং মণিপুর সরকারের তরফে এই ঘটনার প্রেক্ষিতে কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে চায় সুপ্রিম কোর্ট বিতর্কিত ভিডিও। 

একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, “এই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যদি সরকার কোনও পদক্ষেপ গ্রহণ না করে সেক্ষেত্রে আদালত স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করতে বাধ্য হবে।” শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই কেঁপে উঠছে দেশবাসী। দিকে দিকে নিন্দার ঝড়। এবার সরব বলিউডের অভিনেতারাও।

মণিপুরের নারকীয় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কণিকা ধীলোঁ, উর্মিলা মাতন্ডকর ও রেণুকা সাহানি। রিচা চাড্ডা লেখেন, ‘লজ্জাজনক। ভয়ানক। আইনহীন।’ গতকাল থেকে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে গত ৪ মে তোলা হয়েছিল। তার ঠিক আগের দিনই মণিপুরে দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভিডিওর দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ভুক্ত বলেই জানা গিয়েছে। কাংপোকপি জেলায় এই ঘটনার কথা সামনে আসতেই ফের নড়ে বসেছেন রাজনৈতিক নেতারা। ক্রমাগত মণিপুরের এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্র সরকার। বিনোদন জগতের তারকারাও মহিলাদের গণধর্ষণেরও বিরুদ্ধে সুর চড়িয়েছেন। অভিনেত্রী কিয়ারা আডবানী (Kiara Advani)লেখেন, ‘মহিলাদের উপর অত্যাচারের এই ভিডিয়ো ভয়ংকর। আমি ভিতর থেকে শিউরে উঠেছি। আমি প্রার্থনা করি, ঐ মহিলারা তাড়াতাড়ি ন্যায়বিচার পাক। যারা অপরাধী তারা যেন বিরলতম শাস্তি পায়।’জানা যাচ্ছে এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

Author

Spread the News