শিলচর জেজেএম হাসপাতালে চিকিৎসায় অবহেলা, অভিযোগে খণ্ডন অধীক্ষকের

বরাক তরঙ্গ, ২৭ জুন : শিলচরের একাংশ বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিসঙ্গতি নিয়ে সরব হয়ে উঠলেন জনগণ। সম্প্রতি সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্করকে চিকিৎসার নামে মৃত্যুরমুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স নামের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। ফলে নেবুলের উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার গুয়াহাটির উন্নতমানের আরেক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে কিছুটা শারীরিক উন্নত হয়েছেন নেবুল বলে জানিয়েছেন তাঁর আত্মীয়রা। বৃহস্পতিবার বিকেলে সোনাইয়ে এক সাংবাদিক সম্মেলন করে নেবুলের পরিজনরা জীবনজ্যোতি হাসপাতাল ও নিউরো চিকিৎসক বিরুদ্ধে নানা অভিযোগ উত্তাপন করেন আওলাদ হোসেন লস্কর, আনসার হোসেন বড়লস্কররা।

তাঁরা বলেন, নেবুল ইসলামকে তিনবার সার্জারি করে চিকিৎসক রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেন। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অংকের টাকা নিয়েও রোগীদের সেবা প্রদান করার পরিবর্তে অবহেলা করা হয়ে থাকে। যোগ্য কর্মীদের হাসপাতালে নিয়োগ করা হয়নি বলেও তাঁরা অভিযোগ তুলেছেন। এনিয়ে তদন্তের দাবি করেন তাঁরা। সাংবাদিক বৈঠকে এছাড়া বক্তব্য রাখেন আফসর চৌধুরী, রশিদ আহমেদ লস্কর, আবু সিদ্দিক লস্কর, কণিকা দাস, রাজা লস্কর প্রমুখ।
   
এদিকে, জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স কর্তৃপক্ষ উত্থাপিত অভিযোগ গুলোর পরিপ্রেক্ষিতে এক বিবৃতির মাধ্যমে সাফাই দেয়। জেজেআইএমএসের সুপারিনটেনডেন্ট ডাঃ পিকে দাস এসব অভিযোগকে খণ্ডন করেছেন।

Author

Spread the News