পালংঘাটে সাহাজুলের গোলে দ্বিতীয় রাউন্ডে সুন্দরী
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : মুনলাইট ক্লাব পালংঘাটের ব্যবস্থাপনায় ও ইউটোপিয়া এনজিও কাবুগঞ্জের সহযোগিতায় সিসিজেসি পালংঘাট এইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত পীযূসচন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল চ্যাম্পিয়নশিপে ১-০ গোলে জয়ী সুন্দরী জিপি দল। রবিবার তারা মুখোমুখি হয় নতুন রামনগর জিপি দলের। খেলার প্রথমার্ধের ২৬ মিনিটে সুন্দরী জিপি দলের পক্ষে জয়সূচক গোল করেন সাহাজুল ইসলাম। ম্যাচের শুরু থেকে নতুন রামনগর দল আক্রমণ করলেও জয় হাসিল করতে পারেনি।
এদিনের ম্যাচে মাত্র ১৩ বছরের সুন্দরী দলের হয়ে মাঠে চমক দেখান মিনাজুল হুসেন। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাহাজুল। তার ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন সালেহ আক্রম ও প্রশান্ত দাস।
খেলা পরিচালনা করেন কামরুজ্জামান লস্কর, ইজাজ লস্কর, প্রবীণ বর্মন ও মুস্তাক লস্কর।
আগামীকাল মুখোমুখি হবে পানিভরা জিপি দল বনাম ধনেহরি জিপি দল।