গ্রীষ্মকালীন কর্মশালা শুরু শ্রীভূমিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : শিল্প সংস্কৃতি চর্চায় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল, টিবি ও আধুনিকতার হইহল্লা থেকে দূরে থাকবে। আর এর ফলে নবপ্রজন্মের  উজ্জ্বল ভবিষ্যত গড়ার সঙ্গে সঙ্গে সমাজে একটা ভালো পরিবেশের সৃষ্টি হয়। অসম নানা ভাষা গোষ্ঠীর রাজ্য এখানে নানা সাংস্কৃতির বার্তা বহন করে আর সেই সংস্কৃতি ধরে রাখতে সরকার ছাত্রছাত্রীদের মধ্যে গ্রীষ্মকালীন ছুটিকে কাজে লাগিয়ে নানা কর্মশালার আয়োজন করছে। আর সেই কর্মশালায় উপকৃত হচ্ছে আমাদের সন্তানরা।

শ্রীভূমির শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে নাটক, লোকোনৃত্য, লোকসঙ্গীত, বুক রিডিং স্পিচ, অঙ্কন, ব্যায়াম, আবৃত্তি। মেয়েদের নিরাপত্তার জন্য হস্থকলা প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করে নিজের অভিমত ব্যক্ত করেন প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস। তিনি বলেন, অসমে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব দেওয়ার পর থেকে রাজ্যের শিল্প সংস্কৃতির আমূল পরিবর্তন এনেছেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। শুধু এই কর্মশালা নয় সারাবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে খেলা ধুলা সহ নানা কার্যসূচি মাধ্যমে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পুঁথি শিক্ষার সঙ্গে অন্যান্য শিক্ষা দেওয়া হচ্ছে সরকারি অর্থে ।

গ্রীষ্মকালীন কর্মশালা প্রসঙ্গে আলোচনা করেন রবীন্দ্র সদন মহিলা। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সব্যসাচী রায়, মহর্ষি বিদ্যামন্দিরের অধ্যক্ষ  দিবাকর দাস। তাছাড়া উপস্থিত ছিলেন রবীন্দ্র সদন মহিলা কলেজে ড, তনুশ্রী ঘোষ, শুভ্রাংশু শেখর দে, নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস দেব,সঙ্গীত শিক্ষক সুব্রত খাজাঞ্চি, নৃত্য শিক্ষক সুরজিৎ দেব, সোনালী গোস্বামী, জাতীয় নাট্য স্কুলের

ত্রিপুরা শাখার তিনজন বিশিষ্ট প্রশিক্ষক রাজেশ দাস (পশ্চিমবঙ্গ), অনির্বাণ বল (পশ্চিমবঙ্গ) ও সতীশ মালাসিয়া (মধ্যপ্রদেশ)। শিবির পরিচালক সুমিতা দাস বলেন এই নির্ধারিত কার্যক্রম দুটি শিক্ষা প্রতিষ্ঠানে হবে। একটি রবীন্দ্র সদন মহিলা কলেজে ও অন্যটি মহর্ষি বিদ্যামন্দির শ্রীভূমি।

Author

Spread the News