শুধেন্দু পাল স্মৃতি সেকেন্ড ডিভিশন ক্রিকেট শনিবার থেকে

ইকবাল লস্কর, শিলচর
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : শনিবার থেকে শুরু হচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নক আউট প্রতিযোগিতা। শুধেন্দু (ভেন্ডু) পালের স্মৃতিতে এবারে সেটা হচ্ছে দ্বিতীয় আয়োজন। উদ্বোধনী ম্যাচে খেলবে ক্লাসমেট ইউনিয়ন ও মর্নিং ক্লাব।

শুক্রবার সংস্থার তুলসী দাস বণিক স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য ও স্পনসরার পরিবারের সুরজিৎ সোম এবং সুদীপ্তা পাল। সম্মেলনে প্রাসঙ্গিক বক্তব্যে স্পনসরার ভেন্ডু পালের জামাতা সুরজিৎ সোম ও কন্যা সুদীপ্তা পাল জেলা ক্রীড়া সংস্থার প্রতি সাধুবাদ ব্যক্ত করেন। সভাপতি শিবব্রত জানান, ২৪টি দল নিয়ে ৮টি গ্রুপে লিগ ম্যাচ হবে। অধিকাংশ ম্যাচ হবে ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে। ৩০ ওভারের খেলা হবে। ৭ মার্চ হবে প্রতিযোগিতার ফাইনাল। টুর্নামেন্টের দুই কোয়ার্টার ফাইনাল, দুই সেমিফাইনাল এবং চুড়ান্ত ম্যাচ হবে জেলা ক্রীড়া সংস্থার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। সচিব অতনু ভট্টাচার্য জানান, গতবারের চাইতে এবারের ফাইনাল ও ব্যক্তিগত পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে। চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে এবারে ১৫ হাজার টাকা। আগে সেটা ছিল ১২ হাজার। রানার্স আপ ৮ থেকে এবারে ১০ হাজার টাকা করা হয়েছে। তাছাড়া ব্যক্তিগত পুরস্কার পনেরো’শ করা হয়েছে।

শুধেন্দু পাল স্মৃতি সেকেন্ড ডিভিশন ক্রিকেট শনিবার থেকে
শুধেন্দু পাল স্মৃতি সেকেন্ড ডিভিশন ক্রিকেট শনিবার থেকে

Author

Spread the News