আচমকা বজ্রাঘাতে ১৬ জনের মৃত্যু, একাধিক আহত

২৫ জুলাই : আচমকা বজ্রাঘাতে পশ্চিমবঙ্গে মৃত্যু হল ১৬ জনের। এদের মধ্যে ৮ জনই বাঁকুড়ার বাসিন্দা। বাঁকুড়া ছাড়াও বর্ধমানে মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ দিনাজপুর জেলায় ১, পুরুলিয়ায় ১ জন এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন প্রাণ হারিয়েছেন। বেশির ভাগের মৃত্যুই মাঠে কাজ করতে গিয়ে হয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে হঠাৎ করেই বদলে যায় আবহাওয়ার চিত্র। সকাল থেকে রোদ থাকলেও দুপুরের পর কালো করে মেঘ করে আসে বাঁকুড়া জেলায়। প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবার বাঁকুড়াবাসীর কাছে হয়ে উঠল অভিশাপ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাতে জেলার একাধিক ব্লকে শুরু হয় এক প্রকার প্রাকৃতিক তাণ্ডব। ফলত, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বজ্রাঘাতে প্রাণ হারালেন অন্তত ৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ভয় আর শোকের মেঘ। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার কোতুলপুর, পাত্রসায়র, জয়পুর, ইন্দাস ও ওন্দা ব্লক।

Spread the News
error: Content is protected !!