ধর্মঘট সমর্থনে শ্রীভূমিতে পথসভা এসইউসিআইর
বরাক তরঙ্গ, ৮ জুলাই : অত্যাবশ্যকীয় সামগ্ৰীর মূল্যবৃদ্ধি রোধ, বেকার সমস্যা সমাধান, বিনামূল্যে শিক্ষা-স্বাস্থ্য এবং পানীয়জলের ব্যবস্থা, শ্রমিক বিরোধী চারটি শ্রম কোড বাতিল, প্রিপেড স্মার্টমিটার বাতিল করাসহ বিভিন্ন জন বিরোধী নীতির বিরুদ্ধে সর্বভারতীয় ১০টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষান মোর্চার আহবানে আগামীকাল ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার দুপুরে শ্রীভূমি শহরে পথসভা ও স্কোয়াডিং করা হয়। মেন রোড থেকে এসইউসিআই (কমিউনিস্ট) দলের স্কোয়াড মিছিলটি ছন্তর বাজার পরিক্রমা করে স্টেশন রোডে নেতাজি মূর্তির চৌমাথায় উপস্থিত হয়।
সাধারণ ধর্মঘটের সমর্থনে ছন্তর বাজার ও স্টেশন রোডের পেট্রোল পাম্প পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের রাজ্য কমিটির সদস্য প্রোজ্জ্বল দেব। তিনি বলেন যে সমগ্র দেশের শ্রমিক কৃষক সহ সর্বস্তরের গরীব জনসাধারণের জীবন-জীবিকা চূড়ান্ত সংকটের সম্মুখীন। একদিকে খাদ্য, ওষুধ ও সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্ৰীর অগ্নিমূল্যে জনসাধারণের জীবন ধারণ করাটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। জনগণের ক্রয়ক্ষমতা মারাত্মক ভাবে সংকুচিত হওয়ার ফলে হাজার হাজার কলকারখানা বন্ধ করা হচ্ছে, উৎপাদন ক্ষমতাকে সংকুচিত করা হচ্ছে। অন্যদিকে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এমতাবস্থায় ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)কে যেভাবে ব্যবহার করা হচ্ছে তার ফলে আইটি সহ সমস্ত ক্ষেত্রে উচ্চ হারে বেতন লাভ করা কর্মচারীরা কাজ হারাবেন। তাই ইচ্ছামতো শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা, হায়ার অ্যান্ড ফায়ার সার্ভিস কার্যকরী করা, পেনশনের সুবিধা কেড়ে নেওয়ার জন্য ইউনিফাইড পেনশন স্কিম চালু করা, শ্রমিকদের রক্তের বিনিময়ে অর্জিত ২৯টি আইন বাতিল করে চূড়ান্ত শ্রমিক বিরোধী চারটি শ্রম কোড চালু করা হয়েছে। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ সমস্ত ক্ষেত্রে বেসরকারিকরণের প্রক্রিয়া চলছে। প্রিপেইড স্মার্ট মিটার চালু করে বিদুৎ মাসুল বৃদ্ধি করা হচ্ছে , যা আগামীতে চূড়ান্ত পর্যায়ে যাবে। একদিকে সার, বীজ ও কীটনাশকের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ও অন্যদিকে উৎপাদিত সামগ্ৰীর ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) না পাওয়ায় কৃষকদের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। খুচরা ব্যবসায়ের ক্ষেত্র অনলাইন কর্পোরেট বিক্রেতা ও শপিং মলের হাতে তুলে দেওয়ার ফলে খুচরা ব্যবসায়ীদের বিক্রি মারাত্মক ভাবে সংকুচিত হয়েছে। ফলে জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে।
তিনি এই কারণেই পুঁজিপতি শ্রেণী ও কর্পোরেটদের স্বার্থরক্ষাকারী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে ও জনগণের বেঁচে থাকার দাবিতে আগামীকাল ৯ জুলাই যানবাহন বন্ধ রেখে, স্কুল কলেজ বন্ধ রেখে ও অফিস – আদালত, হাট বাজার বন্ধ করে সাধারণ ধর্মঘট পালন করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এ দিনের পথসভা ও স্কোয়াডিং কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার পুরকায়স্থ, করিমগঞ্জ জেলা কমিটির সদস্য পরিমল চক্রবর্তী, তুষার দাস, পিকলু দাস, বিষ্ণ দত্তপুরকায়স্থ ও কর্মী আব্দুর রহিম, প্রদোৎচন্দ্র দাস, দেবব্রত শুক্ল, সঞ্চিতা শুক্ল, সুজিৎ কুমার পাল, জিতেশ ভট্টাচার্য প্রমুখ।