বেহাল রাস্তাঘাট : ধোয়ারবন্দে এসইউসিআইর বিক্ষোভ
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : ধোয়ারবন্দ বিভিন্ন অঞ্চলের বেহাল রাস্তাঘাটের কাজ অবিলম্বে সম্পন্ন করা, কেটে দেওয়া পানীয়জলের পাইপ অবিলম্বে মেরামত করা, জনবিরোধী প্রিপেড স্মার্ট মিটার লাগানো বন্ধ করা, মুখ্যমন্ত্রীর গালভরা প্রতিশ্রুতি নয় অবিলম্বে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ধোয়ারবন্দে চালু করা সহ জনজীবনের গুরুত্বপূর্ণ দাবির ভিত্তিতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির উদ্যোগে ধোয়ারবন্দ বাজারে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আগামীকাল দলের এক প্রতিনিধিদল জেলা আয়ুক্ত মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে বিক্ষোভে উত্থাপিত দাবিগুলো পূরণের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করবে। বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালে দলের কাছাড় জেলা কমিটির সদস্য মাধব ঘোষ এবং লক্ষীচরণ আকুড়া উপস্থিত জনতার সামনে দাবিগুলির সমর্থনে বক্তব্য তোলে ধরেন।
এছাড়াও বক্তব্য রাখেন সুজিত আকুড়া, দিলীপ রী এবং গৌর চন্দ্র দাস। বক্তারা অবিলম্বে গুরত্বপূর্ণ দাবিগুলো সমাধানে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানান। তারা বলেন জনগণ তাদের দাবিগুলো সমাধানের জন্য বারে বারে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে পাঠালেও, জীবনের জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য কিন্তু আন্দোলনের পথকেই বেছে নিতে হয়। নির্বাচিত প্রতিনিধিরা সময়মতো মানুষের দাবিগুলো পূরণে সচেষ্ট তো থাকেনই না, বরং দুঃখ দুর্দশার কথা শুনতে পর্যন্ত আসেন না। কিন্তু এস ইউ সি আই (কমিউনিস্ট) দল তার সীমিত শক্তি নিয়ে হলেও জনগণকে সংগঠিত করে ন্যায় সঙ্গত দাবীর ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার নিরলস সংগ্রাম করে যাচ্ছে। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বশেষে সর্বস্তরের মানুষের প্রতি গণ আন্দোলনগুলো আরো শক্তিশালী করার আহ্বান জানান।