ধলাই উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন এসইউসিআই প্রার্থী গৌর দাস
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : ধলাই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। বুধবার দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন গৌরচন্দ্র দাস। রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন গৌর চন্দ্র দাস। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য অরুণাংশু ভট্টাচার্য, জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম প্রবীণ সদস্য সুব্রতচন্দ্র নাথ এবং দলের জেলা কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য।
এ দিন ধলাইয়ের বিভিন্ন এলাকা থেকে আসা দলের কর্মী সমর্থকরা মিছিল করে উকিলপট্টিস্থিত জেলা কার্যালয় থেকে বের হয়ে সেন্ট্রাল রোড, নরসিংটোলা, পার্করোড, দেবদূত হয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে পৌঁছায়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ও ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ, লক্ষীচরণ আকুড়া, জয়সিং ছেত্রী, দুলালী গাঙ্গুলি, নকুল রঞ্জন পাল, পরিতোষ ভট্টাচার্য, স্বাগতা ভট্টাচার্য, খাদেজা বেগম লস্কর প্রমুখ।
সেখানে ধলাই বিধানসভার উপনির্বাচনে দলের প্রার্থী প্রদান সম্পর্কে জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন শাসক দলের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাংসদ নির্বাচিত হওয়ার ফলে ধলাইবাসীকে পুনরায় উপনির্বাচনে মাধ্যমে বিধায়ক নির্বাচিত করতে হচ্ছে। অথচ এই নির্বাচনে যারা ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করবেন তাদের অনেকেই এখন বড়খলা বিধানসভার ভোটার। গত লোকসভা নির্বাচনের পূর্বে তাঁদেরকে ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন বড়খলা বিধানসভায় ঠেলে দেওয়া হয়েছে। আগামী ২০২৬ এর বিধানসভার নির্বাচনে তারা পুনরায় বড়খলা বিধানসভার ভোটার হিসেবে ভোট দান করবেন। তিনি বলেন, এক বিচিত্র ধরনের অবস্থা এখন দেশের অন্যান্য অংশের মতো ধলাই বিধানসভায় বিরাজ করছে। জনগণের মতামতের কোনও গুরুত্ব বর্তমান শাসক দলের কাছে নেই। তিনি বলেন, অতীতে যেমন পুঁজিপতিদের সেবাদাস হয়ে কংগ্রেস দল কাজ করত আজও একই অবস্থা বিরাজ করছে। বরং মানুষের সাথে মানুষের বিভাজন সৃষ্টির প্রচেষ্টা তীব্রতর হয়েছে। তিনি জনজীবনের সমস্যা সমাধানের দাবিতে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলে দাবি আদায়ের লক্ষ্যে দলের মনোনীত প্রার্থী গৌরচন্দ্র দাসকে নির্বাচিত করার আহ্বান জানান।
দলের মনোনীত প্রার্থী গৌর চন্দ্র দাস বলেন ধলাই বিধানসভা কাছাড় জেলার অন্যতম পিছিয়ে পড়া একটি বিধানসভা। এই বিধানসভার সন্মানিত ভোটাররা অতীতে কংগ্রেস ও বিজেপি দলের বিধায়কদের নির্বাচিত করেছেন। এই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক বিগত আট বছর ধরে রাজ্যের গুরুত্বপূর্ণ কেবিনেট মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন কিন্তু ধলাই বিধানসভা কেন্দ্রে তিনি যা দিয়েছেন তা শুধুই প্রতিশ্রুতি। তার বাসস্থানের কাছেই থাকা বৃহত্তর ধোয়ারবন্দ এলাকার মানুষ সেখানে একটি হাসপাতাল স্থাপনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন কিন্তু অতীতে কংগ্রেস দলের পক্ষ থেকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন হয়নি। বিজেপি দলের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েও তিনি তা করতে পারেন নি। গৌর চন্দ্র দাস বলেন বর্তমানে জনজীবনের সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম আঁকাশছোয়া, স্মার্ট মিটার বসিয়ে চলছে গরীব, মধ্যবিত্তদের অর্থ লুঠ, সরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষানীতি, ২০২০ চালু করে ধ্বংসের মুখে। মানুষ এখন পরিবর্তন চাইছেন। তিনি বলেন ধলাই বিধানসভা এলাকার মানুষ জনজীবনের সমস্যা নিয়ে সারা বছর লড়াই চালিয়ে যাওয়া এসইউসিআই (কমিউনিস্ট) দলকে এবার জয়ী করবেন।