ধর্মঘটে জেলার বিভিন্ন সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : ধোয়ারবন্দের তৃতীয় শ্রেণীর ছাত্র দেবজিৎ রী-র হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের চরম শাস্তি প্রদান ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ছাত্র সংগঠন এআইডিএসও’র আহুত কাছাড় জেলা ভিত্তিক ছাত্র ধর্মঘটে বুধবার শিলচর শহর সহ জেলার বিভিন্ন স্থানের সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ধোয়ারবন্দের মাত্র দশ বছরের ছাত্র দেবজিৎ রী-কে নৃশংসভাবে হত্যার সাথে যুক্ত অপরাধীদের চূড়ান্ত শাস্তি প্রদান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জোরালোভাবে সরকার ও প্রশাসনের নিকট তুলে ধরতে আজ জেলার ছাত্র ছাত্রীদের ক্লাস বয়কট করে ছাত্র ধর্মঘট সফল করার দাবি জানানোর আহ্বান জানানো হয়েছিল। এই আহ্বানে সাড়া দিয়ে আজ ধোয়ারবন্দের ব্রজকিশোর হাইস্কুল, রামকৃষ্ণ বিদ্যাপীঠ সহ বড়জালেঙ্গা, আইরংমারার সবক’টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ কোন ছাত্র ছাত্রী ক্লাসে উপস্থিত হয়নি।

ধোয়ারবন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে ছাত্র হত্যার প্রতিবাদে মিছিল করে। এছাড়াও শিলচর শহরের প্রধান প্রধান সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে গভর্মেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, গভর্মেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, টাউন হাইস্কুল, মনমোহন বালিকা বিদ্যালয়, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, নেতাজি বিদ্যাভবন, নিরঞ্জন পাল ইন্সটিটিউট, অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল সহ প্রায় সব কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা ক্লাস বয়কট করে প্রতিবাদ সাব্যস্ত করে। ছাত্রছাত্রীরা স্বতস্ফূর্তভাবে এই ধর্মঘটে সামিল হওয়াতে এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে বর্তমানে মদ, ড্রাগস ও অশ্লীলতার প্রচার ও প্রসার যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে এধরনের ঘটনার নিত্যদিন ঘটে চলছে। দোষীদের কঠোরতম শাস্তি প্রদান ও মদ, ড্রাগস, অশ্লীলতার প্রচার ও প্রসার রোধে সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারলে এসব বন্ধ করা সম্ভব হবে। নতুবা শিশু, কিশোর, কিশোরীদের অপহরণ করে হত্যা, ধর্ষণ ইত্যাদি নারকীয় অপরাধ বন্ধ হবে না। সংগঠনের পক্ষ থেকে আগামীতেও দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়।

Spread the News
error: Content is protected !!