বিদ্যার্থীদের শুভেচ্ছা কার্যক্রম সরস্বতী বিদ্যা নিকেতন কালাইনে

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অন্তর্গত শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্ত অনুমোদিত সরস্বতী বিদ্যানিকেতন কালাইনে অনুষ্ঠিত হল দশম ও দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থীদের শুভেচ্ছা কার্যক্রম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জীবনের এই দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে বিদ্যার্থীদের মনোবল বাড়াতে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বোলনের মাধ্যমে শুভারম্ভ করেন বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক প্রতাপচন্দ্র বিশ্বাস, সমিতির সদস্য হারাণচন্দ্র দাস ও বিদ্যালয়ের প্রধান আচার্য দেবাশিস পাল। বিদ্যাভারতীর চিরাচরিত বন্দনা অনুষ্ঠানের পর বিদ্যার্থীদের দ্বারা দশম ও দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সাংস্কৃতিক কার্যক্রম তুলে ধরা হয়।

পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক প্রতাপচন্দ্র বিশ্বাস ও পরিচালন সমিতির সদস্য হারাণচন্দ্র দাস। দুই বক্তাই বিদ্যার্থীদের আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা জানান ও আগামী দিনে ভালো পথে চলার সঙ্গে সঙ্গে সমাজে ভালো মানুষ হওয়ারও পরামর্শ দেন। দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থী দিশানী পাল চৌধুরী, দশম শ্রেণীর রিয়া ঘোষ, ঋষিতা দাস, বিপ্লব বৈষ্ণব নিজেদের বিদ্যালয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধর, শৈশবের হাতেখড়ি থেকে আজ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিতে ওরা বসছে, ওদের জীবনী এই বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য তা এক বাক্যে ওরা স্বীকার করে নেয়। বিদ্যালয়ের প্রধান আচার্য দেবাশিস পাল তাঁর আবেগপ্রবণ বক্তব্যে বিদার্থীদের শুভকামনা জানানোর পাশাপাশি আগামী দিনে ওরা যে জায়গায়ই যায় বিদ্যাভারতীর সংস্কার এবং ঐতিহ্য, পরম্পরা রক্ষা করে চলে এ কথা বলেন।

বিদ্যার্থীদের শুভেচ্ছা কার্যক্রম সরস্বতী বিদ্যা নিকেতন কালাইনে

তিনি বলেন, অন্যান্য বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা হয় কিন্তু বিদ্যাভারতীর পরিবারে কোনদিন বিদ্যার্থীদের বিদায় দেওয়া হয় না, তাই এই অনুষ্ঠানটি বিদায়ী সংবর্ধনা নয়, বিদ্যার্থী শুভেচ্ছা কার্যক্রম, তিনি আরও উল্লেখ করেন যে বিদ্যাভারতীর বিদ্যার্থীরা বিদ্যালয় থেকে পড়াশোনা সমাপ্ত করার বিদ্যাভারতী প্রাক্তন ছাত্র পরিষদ নামক বিশ্বের সর্ববৃহৎ অ্যালুমিনি সংস্থার সঙ্গে জড়িত থেকে আজীবন বিদ্যাভারতী পরিবারের সদস্য হিসেবে থাকে। তিনি বিদ্যার্থীদের আগামী জীবনে নিষ্ঠার সাথে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ লগ্নে বিদ্যালয়ের পক্ষ থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থীদের হাতে স্মৃতিচিহ্ন ও কলম তুলে দেন বিদ্যালয় এর আচার্য আচার্যারা, কল্যাণ মন্ত্রের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Author

Spread the News