বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেলের কক্ষ থেকে ছাত্রী আটক, উদ্ধার গাঁজা

২ ফেব্রুয়ারি : মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেলের একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করা হল। সঙ্গে কিছু গাঁজাও উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে বারোটার নাগাদ বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দুই পক্ষের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলনের ফলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশংকায় পুলিশের সহায়তায় চারুকলা ক্যাম্পাসে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। এসময় শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ইন্সটিটিউটের ২০১৬-১৭ সেশনের এক ছাত্রীকে আটক করা হয়।

আটককৃত ছাত্রীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, ‘পুলিশের অভিযান চলাকালে ছাত্রদের হোস্টেলের একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করা হয়।  পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় আমরা স্বল্প পরিমাণ গাঁজা ও বহিরাগত এক যুবকের মোবাইল ফোন বাজেয়াপ্ত  করেছি”। ছবি ইন্টারনেট।

Author

Spread the News