“সুস্থ নারী, শক্তিশালী পরিবার” সুদীপ্তা নার্সিং হোমে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : দেশব্যাপী “সুস্থ নারী, শক্তিশালী পরিবার অভিযান” এর অংশ হিসেবে মঙ্গলবার শিলচরের সুদীপ্তা নার্সিং হোমে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের প্রাক্তন যুগ্ম সঞ্চালক ডাঃ বিজয় লক্ষ্মী দাস, ডাঃ শিবাশিস নাথ, ডাঃ সৌমিত্র দেব, ডাঃ শ্রীহান্স সিপানি, ডাঃ তিলক উপাধ্যায়, ডাঃ বিশ্বরূপ দেব এবং ডাঃ পুনাল নাথ প্রমুখ।

নার্সিং হোমের পক্ষ থেকে আগত অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করেন ম্যানেজার রাজেশ ভট্টাচার্য, স্বাস্থ্যকর্মী দিলু দাস, চন্দনা ভট্টাচার্য, এছাড়াও প্রণবাশিস রায় উপস্থিত থেকে পুরো স্বাস্থ্য শিবির সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শিবিরে শতাধিক মহিলার রক্তচাপ, ব্লাড সুগার, হিমোগ্লোবিনসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। পাশাপাশি চিকিৎসকরা তাঁদের ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। এছাড়াও নার্স শিপ্রা পাল ও সঞ্চিতা পাল রোগীদের ব্লাড প্রেসার পরীক্ষা করেন এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান হাসান বেগম মজুমদার ও মান্না দাস হিমোগ্লোবিন ও ব্লাড সুগার পরীক্ষা করেন।
সরকারি স্বাস্থ্য অভিযানের অংশ হিসেবে এই শিবিরে নারীদের জন্য ইঅ্যান্টটি, চোখ, রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার ও টিবি পরীক্ষা, অ্যানিমিয়া ও সিকেল সেল অ্যানিমিয়া স্ক্রিনিং, গর্ভবতী নারীর অ্যান্টিনেটাল চেক-আপ, টিকাকরণ এবং টেলিমেডিসিন সুবিধা প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য অভিযান চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত, যার মূল উদ্দেশ্য হলো মহিলাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে পরিবার ও সমাজকে আরও শক্তিশালী করে তোলা।