শিলচর অন্নপূর্ণায় গাড়িতে নিষিদ্ধ মাংস, ভাঙচুর, উত্তেজনা
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : নিষিদ্ধ মাংস উদ্ধারকে ঘিরে শিলচর অন্নপূর্ণা সেতুতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ভাঙচুর করা বাহন। খবর পেয়ে ঘটনাস্থলে সদর পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৪টা নাগাদ। জানা যায়, শিলচর অন্নপূর্ণা সেতুর উপর দিয়ে আসা একটি এএস ০১ কিউসি ৬৯৯৫ নম্বরের একটি গাড়ি স্থানীয়রা আটক করেন। তারপর গাড়িটির ভেতরে স্থানীয়রা দেখতে পান গাড়িতে কার্টন ভর্তি গো-মাংস। তা দেখে উত্তেজিত হয়ে পড়েন জনতা। ক্ষুব্ধ জনতা গাড়ি ভাঙচুর চালায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্তলে পৌঁছেন বিশাল পুলিশ বাহিনী সদর ওসি অমৃত সিং।
এদিকে, ঘটনার খবর পেয়ে বজরং দলের কর্মকর্তারা উপস্থিত হন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মকর্তারা জানান, কী ভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ অমান্য করে গো-মাংস নিয়ে আসা হয়েছে এবং কিছু দুষ্কৃতীরা শান্তির দ্বীপকে অশান্তির দ্বীপ করার চেষ্টা করছে। তাঁরা আরও বলেন, গাড়িতে পাঁচ হাজারেরও অধিক গো-মাংস ছিল। বজরং দলের কর্মকর্তারা প্রশাসনের কাছে দাবি রাখেন এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার জন্য এবং প্রশাসন যাতে নজর রাখে আগামী দিনে যাতে শিলচর শহরে এ ধরনের জঘন্যতম ঘটনা না ঘটে।