সিঙ্গিরবন্দে নদীর ভাঙনস্থলে অবস্থান ধর্মঘট ভুক্তভোগীদের
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : রূপাইবালি জিপির সিঙ্গিরবন্দ দ্বিতীয় খণ্ডের শেখপাড়া গ্রামে বরাক নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘ বছর থেকে নদী ভাঙনের ফলে নদী গর্ভে চলে গেছে বহু বাড়িঘর। কিন্তু এনিয়ে সংশ্লিষ্ট বিভাগের তরফে আজ পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। নদী ভাঙন প্রতিরোধের দাবিতে ভাঙনস্থলে সোমবার অবস্থান ধর্মঘট পালন করলেন ভুক্তভোগীরা।

এদিন ভাঙন এলাকায় অর্ধ শতাধিক লোক বসে হাতে প্লে কার্ড নিয়ে ভাঙন প্রতিরোধ কাজের দাবিতে সরব হন। রূপাইবালি জিপির প্রাক্তন সভাপতি হানিফ আলম মজুমদার বলেন, এই এলাকার বেশি সংখ্যক মানুষ গরিব। এর উপর নদী গর্ভে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নিরুপায় হয়ে পড়েছে পরিবার গুলো। কিন্তু বারবার সংশ্লিষ্ট বিভাগ ও সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও গুরুত্ব দেওয়া হয়নি। শীঘ্রই এই ভাঙন রোধে কাজে হাত না দিলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। প্রতিবাদী ধর্মঘটে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন শেখ, এনাম উদ্দিন বড়ভূইয়া, মসাইদ আলি শেখ, জলাল উদ্দিন শেখ, জমির উদ্দিন, খলিল উদ্দিন লস্কর, জয়নাল উদ্দিন রাজ বড়ভূইয়া, তজিব আলি শেখ প্রমুখ।