দক্ষিণ হাইলাকান্দিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের বেঞ্চের শুনানি
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : হাইলাকান্দি জেলায় শিশু অধিকার লঙ্ঘন ও বঞ্চনার ঘটনাগুলির তদন্ত করতে বৃহস্পতিবার দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয় মণিপুরে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এক বেঞ্চ শুনানি গ্রহণ করে। কমিশনের তিন সদস্যের বেঞ্চ অজয়কুমার দত্ত, জানকী খাউন্ড এবং মৌসুমী ব্রহ্ম জেলার শিশু অধিকার লঙ্ঘন ও বঞ্চনার সাড়ে তিনশটি ঘটনার শুনানি গ্রহণ করেন। এরপর সরকারি বিভাগগুলিকে কমিশন প্রয়োজনীয় নির্দেশনা দেয় বেঞ্চ। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের সদস্য অজয় দত্ত জেলায় শিশু অধিকার লঙ্ঘন এবং বঞ্চনা সংক্রান্ত কোন আবেদন বাতিল করলে তার কারণ দেখাতে অথবা অন্য কোন বিভাগে তা ফরওয়ার্ড করতে বিভাগগুলিকে পরামর্শ দেন। প্রসঙ্গত তিনি সব সরকারি বিভাগকে শিশু অধিকার সুরক্ষা সংক্রান্ত প্রোটেকশন মেকানিজম সুদৃঢ় করার আহ্বান জানান।
এডিসি দীপমালা গোয়ালার পৌরোহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের অন্য দুই সদস্য জানকী খাউন্ড এবং মৌসুমী ব্রহ্ম জেলার শিশু অধিকার সংক্রান্ত রক্ষাকবচগুলি সূদৃঢ় করে শিশু কিভাবে উপকৃত হতে পারে তার পরামর্শ তুলে ধরেন। জেলা প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের শিবিরে জেলার সব বিভাগের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে কয়েক হাজার জনগণ বৃহস্পতিবারের শিবিরে অংশ নেন।