মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সোনাবাড়িঘাটে ফুটবল আসর

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আগামীকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সোনাবাড়িঘাটে ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় নিউ ইয়ংস্টার ক্লাবের ‘সিজন সেভেন’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে বিকেল তিনটায়। সোমবার মাঠে সাংবাদিক ডেকে ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন জানান, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ধলাইয়ের লোকনাথপুর ইয়ংস্টার ও সোনাবাড়িঘাটের রক্ষা ফর সোসাইটি। উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, এপি সদস্য আমির হোসেন লস্কর, মাতৃভূমি এনজিওর সভাপতি সিতাংশু দাস, প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা।

তিনি এও জানান, ১৬টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে চলবে টুর্নামেন্ট।  টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা সহ একটি আকর্ষণীয় ট্রফি। একই ভাবে রানার্স দলকে দেওয়া হবে নগদ ৩০ হাজার টাকা সহ ট্রফি। থাকছে প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড় পুরস্কার। দেওয়া হবে সেরা খেলোয়াড়, সেরা গোল রক্ষক, সেরা ডিফেন্ডার সহ আরও পুরস্কার। সোনাবাড়িঘাট ফেরিঘাট সংলগ্ন মাঠে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে ক্লাব বা দলকে আহ্বান জানিয়েছেন তিনি। এ দিন সম্পাদকের সঙ্গে ছিলেন ক্লাবের উপদেষ্টা আশু চৌধুরী ও ক্রীড়া সম্পাদক রেজাক আলি।

Spread the News
error: Content is protected !!