শুক্রবার থেকে শুরু হচ্ছে ধলাইয়ে মাতৃভূমি কাপ, প্রস্তুতি সম্পন্ন
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ব্রাইট স্টার ক্লাব রাজনগর ও মথুরাপুর এফসি (এ)
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : আগামীকাল ১ আগস্ট থেকে শুরু হচ্ছে ধলাইর মাতৃভূমির ফুটবলের আসর। প্রস্তুতি সম্পন্ন, শুধু সময়ের অপেক্ষায় সবাই। ধলাই বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুল খেলার মাঠে ৩২ দলের এই ফুটবল মহাযজ্ঞের সূচনা হবে শুক্রবার বেলা আড়াইটায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ব্রাইট স্টার ক্লাব রাজনগর ও মথুরাপুর এফসি (এ)।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, ধলাই বিধায়ক নীহাররঞ্জন দাস, ডিএসএ-র প্রাক্তন সচিব দ্বিজেন্দ্র কুমার সিং, বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশিস সোম, প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার সহ স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন ফুটবল অ্যাকাডেমি ও ক্লাবের পদাধিকারী সহ অন্যান্যরা। এ দিন থাকছে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও।

উল্লেখ্য, চারটি গ্রুপের মাধ্যমে ৩২টি দলের যোগদানে মাতৃভূমি কাপ শুরু হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স পুরস্কার হিসেবে থাকছে একটি ট্রফিসহ নগদ ২৫ হাজার টাকা। প্রতিটি খেলায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নগদ ২০০০ টাকা ও ট্রফি দিয়ে সম্মানিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিটি ম্যাচে দর্শকদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন মাতৃভূমি এনজিওর সভাপতি সিতাংশু দাস ও ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন।