নবদম্পতিদের কাছে ১৬টি করে সন্তান চাইলেন স্ট্যালিন

২২ অক্টোবর : রাজ্যবাসীর কাছে আরও বেশি করে সন্তান জন্ম দেওয়ার আর্জি আগেই করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সোমবার একই কথা বললেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর বক্তব্য, নবদম্পতিদের উচিত ১৬টি করে সন্তানের জন্ম দেওয়া।

চন্দ্রনাথবাবুর বক্তব্যের মাত্র দুদিন পরেই স্ট্যালিন এই মন্তব্য করলেন। সোমবার তিনি চেন্নাইয়ের একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে এ দিন ৩১ টি দম্পতির বিবাহ সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানেই তিনি বলেন, আগেকার দিনে গুরুজনেরা নবদম্পতিদের ১৬ টি সম্পদের আশীর্বাদ দিতেন। তার মধ্যে রয়েছে খ্যাতি, শিক্ষা, বংশ, সম্পদ প্রভৃতি। এর অর্থ এটা নয় যে, ১৬টি সন্তানেরই জন্ম দিতে হবে, ১৬ ধরনের সম্পদে সমৃদ্ধ হয়ে উঠুক দাম্পত্য জীবন। কিন্তু এখন পরিস্থিতি এসেছে, ১৬টি সন্তান নেওয়ার।

লোকসভা ও বিধানসভায় বাড়ছে আসন সংখ্যা। সেই বিষয়টি মাথায় রেখেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বক্তব্য, বেশি সংখ্যায় সন্তান জন্ম নিক। তাহলে তারা সংসদে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, দক্ষিণের এই রাজ্যের জন্মহার ১.৬ এ নেমে এসেছে। তিনি আশঙ্কা করে বলেন, যে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জন্মহার এক বা তার নিচেও নামতে পারে। মেয়েরা যদি একটি করে বাচ্চার সন্তান জন্ম দিতে থাকেন তাহলে ২০৪৭ সালের পর শুধুমাত্র সমাজে বয়স্ক ব্যক্তিদেরই দেখা যাবে। তাই রাজ্যের নবদম্পতিদের উচিত ১৬টি করে সন্তানের জন্ম দেওয়া। তাঁর এ মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
খবর : আজকাল ডট ইন।

নবদম্পতিদের কাছে ১৬টি করে সন্তান চাইলেন স্ট্যালিন
নবদম্পতিদের কাছে ১৬টি করে সন্তান চাইলেন স্ট্যালিন

Author

Spread the News