শিলচরে ছুরিকাঘাতে মৃত্যু সবজি বিক্রেতার

বরাক তরঙ্গ, ১ আগস্ট : শিলচরে ছুরিকাঘাতে মৃত্যু ঘটল এক যুবকের। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে শহরের তারাপুর গুণময়ী রোডে। রাহুল বৈষ্ণব নামে এক যুবক সবজি বিক্রেতা ইন্দ্র বৈষ্ণবকে (৪০) ছুরি দিয়ে আক্রমণ করেন। ঘটনার পর রাহুল পালায়। স্থানীয়রা পুলিশ সহযোগে ইন্দ্রকে মেডিক্যালে নিয়ে যান এবং সেখানে মৃত্যু ঘটে।

জানা গেছে, রাত ৮টা নাগাদ গুণময়ী রোডে রাহুল ইন্দ্রর পেটে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে ইন্দ্র গুরুতর আহত হন। তাকে এই অবস্থায় ফেলে রেখে রাহুল পালিয়ে যায়। এদিকে, ইন্দ্রর উপর এভাবে আক্রমণ চালিয়েছে তা জানা যায়নি। পুলিশ বর্তমানে অভিযুক্ত যুবক রাহুল বৈষ্ণবকে খুঁজছে। দু’জনই মালিনীবিল এলাকার বাসিন্দা বলে জানা যায়।

Spread the News
error: Content is protected !!