দাবা প্রতিযোগিতায় শ্রীনিকা নাথ দাসের কৃতিত্ব

বরাক তরঙ্গ, ২১ জুলাই : শিলচরে দ্য লিটিল ট্রি হাউস চেস একাডেমি আয়োজিত দাবা খেলায় সেরা খেলোয়াড়ের এর শিরোপা অর্জন করলেন শ্রীনিকা নাথ দাস। রবিবার আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে শহরের দ্বিতীয় লিংক রোডে আয়োজিত হয় এই টুর্নামেন্ট এবং এতে দুর্দান্ত খেলা প্রদর্শন করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের শিরোপা অর্জন করে শ্রীনিকা। 

উল্লেখ্য, কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি শ্রীকোণার অষ্টম শ্রেণির ছাত্রী শ্রীনিকা শিলচর রাধামাধব কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ ও শিলচরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজ তথা সদ্যোন্নীত গুরুচরণ রাজ্য বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপিকা ড. সর্বশ্রী নাথের একমাত্র কন্যা। তার এই কৃতিত্বে পরিচিত মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। 

Spread the News
error: Content is protected !!