শ্রীকোণা ডেইলি বাজারে বিশাল জনসভা সিপিএমের
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : রাজ্যে বিজেপি সরকারের জনবিরোধী কার্যকলাপ ও সংখ্যালঘু বিরোধী সাম্প্রদায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সভা-সমিতি করে চলেছে সিপিআই (এম)। অনুরূপ ভাবে কাছাড় জেলা কমিটিও জেলার বিভিন্ন প্রান্তে সভার আয়োজন করছে। রবিবার শ্রীকোণা ডেইলি বাজারে এক জনসভার আয়োজন করা হয়। এতে মুখ্য বক্তা ছিলেন দলের বিধায়ক মনোরঞ্জন তালুকদার ও দলের রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার।
দুই বক্তা বিজেপি সরকারের জনবিরোধী কার্যকলাপের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যের প্রকল্প কর্মী, নির্মাণ শ্রমিক, চা শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীর শ্রমিক কর্মচারীর দুরবস্থা অন্যদিকে লাগাতার সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষোদগার রাজ্যের মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান তাঁরা।বক্তারা এও বলেন, অসমে বিশেষ ভাবে মুসলিম অঞ্চলে অমানবিক উচ্ছেদ অভিযান চলছে। মুখ্যমন্ত্রীর লাগাতার সংখ্যালঘু বিরোধী ও সংবিধান বিরোধী বক্তব্যে রাজ্যের সাম্প্রদায়িক পরিস্থিতি বিষাক্ত করে তুলছে। সাম্প্রদায়িক দৃষ্টি ভঙ্গি নিয়ে ডিলিমিটেশন করে রাজ্যের মানুষকে বিভাজিত করার সক্রিয় প্রয়াস নিচ্ছেন।
এ ছাড়া তাঁরা বলেন, সরকার বিদ্যুতের মুল্য নিয়ে ধোঁকাবাজি করছে, স্মার্ট মিটার নিয়ে গণ বিক্ষোভকে পাত্তাই দিচ্ছে না। জমির কেনা বেচার বিষয়ে মানুষ চূড়ান্ত ব্যবস্থার শিকার হচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে সর্বত্র সরকার বিরোধী তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ দিনের জনসভায় কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সম্পাদক বিদ্যুৎ দেব।

