শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মমহোৎসব শুরু শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্মমহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের ৪৬ তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বিভিন্ন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে পালন করা হল। রবিবার দুই দিনব্যাপী উৎসবের সূচনা হয়। এ দিন ব্রাহ্মমুহূর্তে নহবৎ, ঊষা কীর্তন, সকাল ৫ টা ৩০ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নাম জপ ও ঠাকুরের গ্রন্থাদি পাঠ করা হয়। সকাল ৮ টায় শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা সময় সমবেত প্রার্থনা, ৯ টা ৩০ মিনিটে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় কলকাতা থেকে ‘মেহবুবা’ নামের ২০ জনের ব্যান্ড পার্টির দল এতে অংশগ্রহণ করেছেন।

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মমহোৎসব শুরু শিলচরে

কমিটির কর্মকর্তারা জানান, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দার পূজা ও ভোগ -রাগ নিবেদন, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ সঙ্গীতাঞ্জলি, সৎ সঙ্গী সম্মেলন ধর্মসভা সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের দ্বারা ঠাকুরের সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে এই দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে।

Author

Spread the News