কালাছড়া নেতাজিপল্লী কালীবাড়িতে শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তন সম্পন্ন

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্যোগে ও বৃহত্তর বাজারিছড়ার এলাকার গৌর ভক্ত‌দের ঐকা‌ন্তিক প্রচেষ্টা ও প‌রিচালনায় এবং বাজারিছড়ার কালাছড়া নেতাজিপল্লী সর্বজ‌নীন কালীবাড়ি চ্যারিট্যাবল ট্রাস্টের ব্যবস্থাপনায় ও স্থানীয় কালীবাড়িতে সম্পন্ন হল উদয়-অস্ত হরিনাম সংকীর্তন। বৃহস্পতিবার রাতে অধিবাস কীর্তনের মাধ্যমে এই কীর্ত্তনের আবাহন করেন বাজারিছড়ার রাধারমন সং‌ঘের কীর্তনী সুচ‌রিত পাল। পরে শুক্রবার যথারীতি গোটা দিনভর নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। এতে করিমগঞ্জের রাধাগোবিন্দ সম্প্রদায় ও গোপালপুরের রাইকানু সম্প্রদায় কীর্তন পরিবেশন করেন।উভয় সম্প্রদায়ের পরিবেশনায় মন্ত্ৰমুগ্ধ হন ভক্ত শ্রুতারা।তাঁরা ভক্তিভরে হরিনাম সুধা শ্রবণ করেন। এদিন এই নামকীর্ত্তনের ফলে মন্দির প্রাঙ্গণ যেন বৃন্দাবন ধাম হয়ে উঠেছে।

এদিকে এই কীর্তন সম্পর্কে কথা বলতে গিয়ে কালীবা‌ড়ি কমিটির সভাপতি অজয় সূত্রধর জানান, বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পালের উ‌দ্যো‌গে অতি সল্প সময়ের মধ্যে এই কীর্ত্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তি‌নি আরও বলেন, বৃহত্তর পাথারকান্দি, লোয়াইরপোয়া, বাজারিছড়া , ইচাবিল এলাকার ধর্মপ্রাণ সনাতনী লোকেরা স্বতস্ফুর্ত ভা‌বে সহযোগিতা করেছেন তাই কীর্তন সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়ে‌ছে। কীর্তন উপলক্ষে প্রায় পাঁচ হাজার গৌরভক্তদের সমাগম ঘটেছে বলে জানান অজয় সূত্রধর। এবং সবাই মহাপ্রসাদ ও গ্রহণ করেছেন। এদিন ম‌ধ্য রা‌তে কীর্ত্তনের মূল উ‌দ্দোক্তা বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল কা‌লীম‌ন্দি‌রে এ‌সে উপ‌স্থিত হন এবং মহাপ্রসাদ গ্রহণ ক‌রেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News