শ্রীভূমির গর্ব রাজন, হাতিখিরা থেকে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার খুশির জোয়ার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা চা-বাগান থেকে উঠে এসে ২০২৫ সালের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হলেন রাজন দেব। যা এলাকাবাসীর কাছে এক গর্বের বিষয় হয়ে উঠেছে রাজনের এই অসাধারণ কৃতিত্ব। প্রথমবারের মতো হাতিখিরা ও আশপাশের অঞ্চলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করল। চলতি বছরের ৬ জুলাই আইসিএআই (The Institute of Chartered Accountants of India) কর্তৃক প্রকাশিত ফলাফলে তাঁর সাফল্য প্রকাশ পায়। তাঁর এই অসামান্য অর্জনে শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। রাজনের শৈশব ও কৈশোর কেটেছে হাতিখিরা চা-বাগানে। তাঁর বাবা প্রয়াত অজন্তা দেব ও মা প্রয়াত শুভ্রা দেব। উভয়েই রাজনের সাফল্য দেখে যেতে পারেননি, তবে তাঁদের ত্যাগ ও প্রেরণা রাজনের পথচলায় মাইলফলক হয়ে রইল। তিনি পরিবারের সবার ছোট সন্তান।রাজনের শিক্ষাজীবন শুরু হয় সলগই হাইস্কুলে, যেখান থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে বাণিজ্য শাখায় অ্যাকাউন্ট নিয়ে স্নাতক সম্পন্ন করেন করিমগঞ্জ কলেজ থেকে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতাই ছিল তাঁর এই সফলতার মূল চাবিকাঠি।

রাজনের এই কৃতিত্বে গোটা বৃহত্তর লোয়াইরপোয়া অঞ্চলের শিক্ষানুরাগী মহল ভীষণ খুশি। সলগই, হাতিখিরা সহ বিভিন্ন স্থানীয় মহলের মানুষজন তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে ও সরাসরি সম্মানিত করছেন। রাজনের সাফল্য যেন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল বাতিঘর হয়ে ওঠে এই আশাই ব্যক্ত করেছেন স্থানীয় অনেকেই।

Spread the News
error: Content is protected !!