জয় দিয়ে অভিযান শুরু করল শ্রীভূমি ডিএসএ
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : আসাম ক্রিকেট সংস্থার (এসিএ) পুলিন দাস ট্রফি অনূর্ধ্ব ১৪ আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় সুন্দর একটা জয় দিয়ে অভিযান শুরু করল শ্রীভূমি ডিএসএ-র দল। শিলচরের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে শিলচর জেলা দলকে ২৭ রানে হারিয়ে দেয় করিমগঞ্জের ছেলেরা। প্রথমে ব্যাট করে ৩৬.৪ ওভারে ১৪৫ রান তুলে অলআউট হয়ে যায় শ্রীভূমি।
দলের হয়ে বলানুজ দত্ত ৪৫, চৌধুরী মহম্মদ উমর ২৬, বিশাল দেব ২১ রান করেন। অতিরিক্ত ৩৫। শিলচরের অমন থাপা, শ্রেয়াংশ রায় এবং আয়ুষ সিং তিনটি করে উইকেট নেন।
শিলচরের পক্ষে এই রান পার করা সম্ভব হয়নি। তারা ৩৮.১ ওভার খেললেও ১১৮ রানে অলআউট হয়ে যায়। ময়ুরেশ বাসফর করেন ৩১ এবং অতিরিক্ত ৩১। এছাড়া মৃন্ময় আচার্য ও সমৃদ্ধ নাথ উভয়ের সংগ্রহ ১১। সীমান্ত জেলা দলের শাহরিয়ার আহমদ চৌধুরী, মহম্মদ সুলেমান হক, অভ্রকান্তি চক্রবর্তী ও দেবপ্রিয় চক্রবর্তী দুটি করে উইকেট নেন। ইদের জন্য কাল ও সোমবার খেলা নেই।

