শিলচর ডিএসএ-তে খেলার সময়” ক্রীড়া ম্যাগাজিন উন্মোচিত

শিলচর ডিএসএ-তে খেলার সময়" ক্রীড়া ম্যাগাজিন উন্মোচিত

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : “খেলার সময়” ক্রীড়া ম্যাগাজিনের শারদীয় সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন হল শুক্রবার। শিলচর ডিএসএ-র সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের ক্রিকেট প্যাভিলিয়নে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ম্যাগাজিনের উদ্বোধন করেন ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, সহসভাপতি অজয় চক্রবর্তী, সহসচিব দেবাশিস সোম, অরিজিৎ গুপ্ত, আম্পায়ার সচিব হিমাদ্রি শেখর দাস, সাংস্কৃতিক সচিব প্রণব কান্তি দে, বার্তালিপি পত্রিকার কর্ণধার রুদ্র নারায়ণ গুপ্ত, টাউন ক্লাবের সহসভাপতি সুজন দত্ত, ক্রীড়া সংগঠক শঙ্কর দাস, সজল লস্কর, বিশিষ্ট চিত্র সাংবাদিক সুদীপ সিং প্রমুখ। অতিথিদের বরণ করে নেন শিলচর জেলা দলের অ্যাথলিট সালু বেগম তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন খেলার সময় ম্যাগাজিনের সম্পাদক তাজ উদ্দিন। দীর্ঘ ১৮ বছর ধরে নিয়মিত প্রকাশিত এই ম্যাগাজিনের প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরেন। স্থানীয় খেলাধুলাকে গুরুত্ব দিয়ে এবারের সংখ্যাটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন খেলার সময়-এর সহযোগী সম্পাদক সায়ন বিশ্বাস।

শিলচর ডিএসএ-তে খেলার সময়" ক্রীড়া ম্যাগাজিন উন্মোচিত

Author

Spread the News